প্রথম রাজশাহী ডেস্ক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে র্যাবের সেবা সপ্তাহের অংশ হিসেবে মাদ্রাসা ছাত্র ও এতিমদের মাঝে খাবার পরিবেশন করেছে র্যাব-১২ সিরাজগঞ্জ।
আজ শনিবার দুপুরে র্যাব-১২ সিরাজগঞ্জ এর আয়োজনে সলঙ্গার মাদীনাতুল উলুম কওমী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রায় ২শতাধিক ছাত্রদের মাঝে দুপুরের এই খাদ্য পরিবেশন করা হয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাযাত করা হয়। দোয়া ও মোনাজাতে র্যাব-১২ এর অধিনায়ক রফিকুল হাসান গণী, র্যাব-১২ এর অন্যন্য উর্ধত্তন কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহন করেন।